বাণিজ্যযুদ্ধের ইতি টানতে যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে প্রথম পর্যায়ের চুক্তি সই হয়েছে। আর এতে চীনসহ বিশ্ববাজারে তামার চাহিদা বাড়বে বলে ধারনা করছেন সংশ্লিষ্টরা। এ আভাসে ধাতব পণ্যটির দাম বেড়ে আট মাসের সর্বোচ্চের কাছাকাছি পৌঁছেছে।
লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) বৃহস্পতিবার ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি টন তামা কেনাবেচা হয়েছে ৬ হাজার ৩০০ ডলারে। কেনাবেচার একপর্যায়ে ব্যবহারিক ধাতুটির দাম টনপ্রতি ৬ হাজার ৩৪৩ ডলারে উন্নীত হয়, যা গত মে মাসের পর সর্বোচ্চ।
আনন্দবাজার/এফআইবি