ছাত্র-জনতার আন্দোলনে শহীদ রিতার পরিবারকে জয়পুরহাটে কালাই পৌরসভার পক্ষ থেকে ৪০হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কালাই পৌরসভার মেয়রের কার্যালয়ে পৌরসভার পক্ষ থেকে জয়পুরহাটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও কালাই পৌসভার প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর শহীদ রিতা আক্তারের মা রেহেনা খাতুন ও বাবা আশরাফ আলীর হাতে এ আর্থিক সহায়তার চেক তুলে দেন।
এ সময় অন্যান্যের মধ্যে কালাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)শামিমা আক্তার জাহান, সহকারী কমিশনার ভূমি(এসিল্যান্ড) ইফতেখার রহমান ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ছাত্র-জনতার গণঅভ্যুথান চলাকালে গত ৫আগস্ট ঢাকার মিরপুর থানা এলাকায় পুলিশের গুলিতে শহীদ হন। রিতা আক্তার কালাই উপজেলার তার ঘর গ্রামের রিক্সাচালক আশরাফ আলীর মেয়ে। রিতা ঢাকার মিরপুরের একটি কলেজের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন ।