ঢাকা | বৃহস্পতিবার
২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

জয়পুরহাটে নানা কর্মসূচিতে বিশ্ব পর্যটন দিবস পালিত

‘পর্যটন শান্তির সোপান’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের অন্যান্য স্থানের ন্যায় জয়পুরহাটে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাসহ নানা কর্মসূচিতে ‘বিশ্ব পর্যটন দিবস’ পালিত হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জয়পুরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীরের সভাপতিত্বে এ অনুষ্ঠানে জয়পুরহাট জেলার পর্যটন শিল্পের বিকাশে করণীয় দিক সম্পর্কে অন্যান্যের মধ্যে জেলা মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম মানিক, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক- মাসুদুর রহমান, জয়পুরহাট কালেক্টরেট বালিকা বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক মাহবুব উল আলম,  বেসরকারি উন্নয়ন সংস্থা ‘এসো’ এর নির্বাহী পরিচালক মতিনুর রহমান মতিন ও স্থানীয় বিদ্যালয় শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।

এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। 

সংবাদটি শেয়ার করুন