ঢাকা | মঙ্গলবার
২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ইলিশের প্রথম চালান গেল ভারতে

অন্যান্য বছরের মতো সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে এবারও ভারতে রপ্তানি হচ্ছে ইলিশ। এরই ধারাবাহিকাতায় বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রথম চালানে ১২ টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছে।

জানা যায়, এবার ইলিশ রপ্তানির অনুমোদন পেয়েছে দেশের ৪৯টি প্রতিষ্ঠান। অনুমোদন পাওয়া ৪৮টি প্রতিষ্ঠান ৫০ টন করে ২ হাজার ৪০০ টন আর একটি প্রতিষ্ঠান ২০ টন ইলিশ রপ্তানি করবে। আগামী ১২ অক্টোবরের আগেই অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানগুলোকে ইলিশ রপ্তানি শেষ করতে হবে।

প্রসঙ্গত, প্রতি কেজি ইলিশ ১০ মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় ১১৮০ টাকা মূল্যে রপ্তানি হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন