সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মী এবং তাদের অনুসারী সাংবাদিক ও বুদ্ধিজীবীদের ধরপাকড়ের ধারাবাহিকতায় এবার গ্রেফতার হলেন একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি ও লেখক শাহরিয়ার কবির।
সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে রাজধানীর মহাখালীর বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।মধ্যরাতে বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন।
ওসি জানান, তাকে মহাখালী এলাকার একটি বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা রয়েছে সেই মামলায় আদালতে তোলা হবে।
এ বিষয়ে বনানী থানার ওসি রাসেল সারোয়ার বলেন, “শাহরিয়ার কবিরকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ ও তেজগাঁও থানার পুলিশ। যেহেতু আমার থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে, তাই এ বিষয়ে আমাকে অবগত করা হয়েছে।
সংশ্লিষ্টসূত্রগুলো বলছে, ঢাকার কয়েকটি থানায় দায়ের হওয়া একাধিক হত্যা মামলার এজাহারে আসামির তালিকায় শাহরিয়ার কবিরের নাম রয়েছে। মঙ্গলবার তাকে আদালতে তোলা হবে।
আনন্দবাজার/ আরবি