বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের দ্রুত শ্রেণি কার্যক্রম আরম্ভের দাবিতে মানববন্ধন

গুচ্ছভুক্ত ২৪ টি সাধারণ ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের অবিলম্বে চূড়ান্ত ভর্তি সম্পাদন করে দ্রুত শ্রেণি কার্যক্রম আরম্ভ সহ দুই দফা দাবিতে মানববন্ধন করেছেন গুচ্ছের ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে জগ্ননাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন করেন গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। এ-সময় কয়েকজন অভিভাবকও অংশ নেয় শিক্ষার্থীদের সাথে।

মানববন্ধনে অংশ নিয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহিবুর রহমান বলেন, আমরা গুচ্ছের মধ্যে এসে বিশ্ববিদ্যালয় জীবন নিয়ে শঙ্কিত। যেখানে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে বন্ধুরা ক্লাস শুরু করেছে সেখানে আমরা এখনো ভর্তি সমাপ্ত করতে পারেনি। গুচ্ছের সকল কিছুতে এত ভোগান্তি কেন? বিগত শিক্ষাবর্ষের মতো আমরাও একেই রকমের ভোগান্তি পোহাতে হচ্ছে। দেশের সবকিছুতে পরিবর্তন হলেও এখানে কোনো পরিবর্তন হয়নি।

মানববন্ধনে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জেবুন আতিকা বলেন, ‘কোটা আন্দোলন, শিক্ষক আন্দোলন, দেশের বন্যা পরিস্থিতি সবকিছু শেষ হলেও আমাদের ভর্তি কার্যক্রম শেষ হয়নি এখনো। আমরা এখনো অনিশ্চয়তায় ভুগছি আমাদের ভর্তি কার্যক্রম কবে নাগাদ শেষ হবে এবং কখন ক্লাস শুরু হবে। কারো কাছ থেকে সুস্পষ্ট কোন বক্তব্য পাচ্ছি না। আমি আজ বৃষ্টির মধ্যে সভার থেকে এখানে এসেছি শুধু গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের তাল-বাহানার জন্য। আমরা চাই অবিলম্বে ক্লাস পরীক্ষা শুরু হোক।

মানববন্ধন শেষে গুচ্ছের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা দুই দফা দাবি ঘোষণা করেন। দাবিগুলো—

১.আগামী ২২শে সেপ্টেম্বরের মধ্যে আমাদের চূড়ান্ত ভর্তি কার্যক্রম শেষ করতে হবে।

২.পহেলা অক্টোবরের মধ্যে আমাদের ক্লাস শুরুর চূড়ান্ত তারিখ ঘোষণা করতে হবে।

আরও পড়ুনঃ  তিস্তার ভাঙনে কাশিমবাজার

আনন্দবাজার/ আরবি

সংবাদটি শেয়ার করুন