বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ডিসেম্বরের মধ্যে ৪০০ মিলিয়ন ডলার দেবে এডিবি

বাংলাদেশকে বাজেট সহায়তা হিসেবে আগামী ডিসেম্বরের মধ্যে ৪০০ মিলিয়ন ডলার দেবে এশীয় উন্নয়ন ব্যাংক।অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, বাজেট সহায়তার অংশ হিসেবে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ৪০০ মিলিয়ন বা ৪০ কোটি ডলার দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

রোববার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে এডিবি ও জাপান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (জাইকা) প্রতিনিধি দল এবং ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনারের (ভারপ্রাপ্ত) সঙ্গে সৌজন্য সাক্ষাত শেষে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের এ তথ্য জানান।

আগামী দিনে এডিবি বাংলাদেশের সঙ্গে কাজ করার আশ্বাস দিয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, এডিবি আগামীতেও পরিকল্পনামাফিক বাজেট সহায়তা অব্যাহত রাখবে।

এর আগে এডিবির জেষ্ঠ্য উপদেষ্টা এডিমন গিনটিং, কান্ট্রি ডিরেক্টর হো ইয়েন জং এবং ডেপুটি কান্ট্রি ডিরেক্টর জিয়াংবো নিংয়ের সঙ্গে বৈঠক করেন উপদেষ্টা।

আনন্দবাজার/ আরবি

আরও পড়ুনঃ  পায়রার সক্ষমতায় আরেক ধাপ

সংবাদটি শেয়ার করুন