বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে ১৫২ কিলোমিটার গতিতে বোলিং করে নতুন এক মাইলফলক স্পর্শ করলেন ডানহাতি পেসার নাহিদ রানা। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট চলাকালীন এ মাইলফলক স্পর্শ করেন তিনি।
পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে দ্রুতগতির বল নতুন এ রেকর্ড গড়েছেন টাইগার পেসার। প্রতি ঘণ্টায় ১৫২ কিলোমিটার গতিতে বল করেছেন তিনি। যা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ। এর আগে ১৫০ এর কোটা ছুঁতে পারেননি কোনো বাংলাদেশি বোলার। সর্বোচ্চ ১৪৯.৫ কিলোমিটার গতিতে বল করার রেকর্ড করেছিলেন পেসার রুবেল হোসেন।
সোমবার (২ সেপ্টেম্বর) রাওয়ালপিন্ডি টেস্টের চতুর্থ দিনে এই রেকর্ড করেন নাহিদ রানা। এদিন বল হাতে ৪ উইকেট শিকার করেছেন তিনি। শান মাসুদ, বাবর আজম, সউদ শাকিল ও আবরার আহমেদের উইকেট তুলে নেন রানা।
আনন্দবাজার/ আরবি