২০০৩ সালে মুলতান টেস্টে জয়ের খুব কাছে গিয়েও হেরেছিল বাংলাদেশ। পাকিস্তানকে রক্ষা করেছিলেন ইনজামাম উল হক। দুই দশকেরও বেশি সময় পর এবার রাওয়ালপিন্ডিতে টাইগারদের গর্জন! দ্বিতয় টেষ্টর চতুর্থ দিনের শেষে ড্রাইভিং সিটে নাজমুল হোসেন শান্তর দল। সিরজ জয়ে টাইগারদের প্রয়োজন ১৪৩ রান৷
১৮৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে টি-টুয়ান্টি মেজাজে ব্যাটিং করেছে জাকির হাসান। রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় ইনিংসে ৭ ওভারে বাংলাদেশের রান যখন বিনা উইকেটে ৪২, আলোর স্বল্পতার কারণে খেলা বন্ধ করে দেন আম্পায়াররা। বাংলাদেশের দুই ওপেনারের রোমাঞ্চে যেন হঠাৎ জল ঠেলে দিয়েছে আলোর স্বল্পতা। দিনের খেলা তখনও প্রায় ৪৬ ওভারের মতো বাকি ছিল। আলোকস্বল্পতার কারণে এদিন আর খেলা মাঠে গড়ায়নি।
উল্লেখ্য পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরজে কখনো জয় লাভ করেনি বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে ১৪ তম টেস্টে এসে প্রথম জয় লাভ করে গত টেস্ট। কিন্তু এবার রাওলপিন্ডিতে দ্বিতীয় টেস্টর শেষ দিনে আর ১৪৩ রান করতে পারলেই রচিত হবে টাইগারদের নতুন ইতিহাস।
আনন্দবাজার/ আরবি