ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিতে জয়পুরহাটে মানববন্ধন

চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিতে জয়পুরহাটে মানববন্ধন

আন্তর্জাতিক মানদন্ড অনুযায়ী চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম ৩৫ করার দাবিতে জয়পুরহাটে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

রবিবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় শহরের জিরো পয়েন্টে (শহীদ বিশাল চত্তর) ৩৫ প্রত্যাশী সাধারণ শিক্ষার্থীবৃন্দের ব্যানারে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় জেলার সমন্বয়ক তাজরুল ইসলাম, শিক্ষার্থী মাসুম রেজা, সুমন, আবু সাঈদ, জাকিয়া সুলতানা, ইসমত আরাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, এই আন্দোলন যেমন যৌক্তিক, তেমনি প্রাসঙ্গিক। ফলে কালক্ষেপণ না করে অনতিবিলম্বে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করতে হবে। যৌক্তিক দাবি মানা না হলে শিক্ষার্থী সমাজ ক্ষোভে ফুঁসে উঠবে।

সংবাদটি শেয়ার করুন