ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বাজারে আসছে নতুন চারটি আইফোন

চলতি বছর অ্যাপল বাজারে আনতে যাচ্ছে নতুন চারটি আইফোন। এর মধ্যে দু’টি মডেলে থাকবে ছয় গিগাবাইট র‍্যাম ও অন্য দুইটি মডেলে থাকবে চার গিগাবাইট র‍্যাম।

সম্প্রতি এক প্রতিবেদন থেকে জানা যায়, ৫.৪ ইঞ্চি আইফোনে চার গিগাবাইট র‍্যাম এর সাথে থাকছে ডুয়াল ক্যামেরা। আর ৬ ইঞ্চির লো-এন্ড আইফোনেও থাকবে ডুয়াল ক্যামেরা এবং চার গিগাবাইট র‍্যাম।

অন্যদিকে, ছয় ইঞ্চি হাই-এন্ড আইফোনে ৬ গিগাবাইট র‍্যামের সঙ্গে থাকছে ট্রিপল ক্যামেরা। এর মধ্যে একটি ৩ডি সেন্সিং ক্যামেরা লেন্স রাখতে পারে অ্যাপল। ৬.৭ ইঞ্চি আইফোন মডেলেও দেখা যেতে পারে একই কনফিগারেশন।

অ্যাপল এ বছরই অপেক্ষাকৃত সস্তা আইফোন এসই ২ আনারও পরিকল্পনা করছে। ফেব্রুয়ারিতে উৎপাদন শুরু করতে পারে কোম্পানিটি। আইফোন এসই ২ ব্যবহার করা হতে পারে আইফোন ১১-এর এ১৩ চিপ। ৩ গিগাবাইট র‍্যাম ও রাখা হতে পারে ডিভাইসটিতে।

আনন্দবাজার/এস.কে

সংবাদটি শেয়ার করুন