বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

জয়পুরহাটে শিশু শুভ হত্যা মামলায় ১জনের মৃত্যুদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা

জয়পুরহাটে শিশু শুভ হত্যা মামলায় ১জনের মৃত্যুদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা

জয়পুরহাটের কালাই উপজেলার মুন্সিপাড়া এলাকার কাকলী শিশু নিকেতনের ২য় শ্রেনীর ছাত্র শিশু শুভ (৭) হত্যা মামলায় ১ জনের মৃত্যুদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

বুধবার (২১ আগস্ট) দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক নুরুল ইসলাম এ রায় দেন।

মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী রেজাউল করিম ফকির জেলার কালাই মুন্সিপাড়া এলাকার সাত্তার ফকিরের ছেলে।

মামলা সুত্রে জানা গেছে, ২০১৭ সালের ৩ মার্চ কালাই উপজেলার মুন্সিপাড়া এলাকার আব্দুল গফুর তোতার পুত্র কালাই কাকলী শিশু নিকেতনের ২য় শ্রেনীর ছাত্র ৭ বছরের শিশু শুভ বাড়ীর পাশে খেলছিলো। সেখান থেকে সে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজির পর তাকে আর পাওয়া যায়নি। পরে তাকে কিডন্যাপ করা হয়েছে বলে মোবাইলে জানানো হয়। পরদিন শিশু শুভর লাশ পাওয়া যায়।

এ ঘটনায় শুভর পিতা বাদী হয়ে মামলা দায়ের করলে দীর্ঘ শুনানী শেষে বুধবার আদালত এ রায় দেন।

আরও পড়ুনঃ  ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে ইউএনওকে স্যানিটাইজার হস্তান্তর

সংবাদটি শেয়ার করুন