ঢাকা | বুধবার
১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৮শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

জয়পুরহাটে শেখ হাসিনা, কাদেরসহ ২১৭ জনের বিরুদ্ধে মামলা

জয়পুরহাটে শেখ হাসিনা, কাদেরসহ ২১৭ জনের বিরুদ্ধে মামলা

জয়পুরহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে মেহেদী হাসান (২৫) নিহতের ঘটনায় জয়পুরহাটের আদালতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, হাসান মাহমুদ, সাবেক হুইপ সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও সামছুল আলম দুদুসহ ২১৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে নিহত মেহেদী হাসানের স্ত্রী জেসমিন আকতার সৃষ্টি বাদী হয়ে জয়পুরহাটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন।

আদালত মামলাটি এজাহার হিসেবে নথিভূক্ত করতে জয়পুরহাট সদর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। মামলার বাদি আইনজীবী আব্দুল মোমিন ফকির এ তথ্য জানিয়েছেন।

গত ৫আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে জয়পুরহাট থানায় গুলি খেয়ে মেহেদী হাসান নিহত হয়। সে জয়পুরহাট সদরের নতুনহাট শেখপাড়া মহল্লার আলতাফ হোসেনের ছেলে।

এ ঘটনার ১৩ দিন পর মঙ্গলবার নিহত মেহেদী হাসানের স্ত্রী জেসমনি আকতার সৃষ্টি বাদি হয়ে আদালতে এ হত্যা মামলা দায়ের করেন।

সংবাদটি শেয়ার করুন