ঢাকা | বৃহস্পতিবার
২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

জয়পুরহাটে ভাদসা ইউপি চেয়ারম্যান স্বাধীনের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির তদন্ত শুরু

জয়পুরহাটে ভাদসা ইউপি চেয়ারম্যান স্বাধীনের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির তদন্ত শুরু

জয়পুরহাটের সদর উপজেলার ভাদসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরোয়ার হোসেন স্বাধীনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু হয়েছে।

সোমবার (১৯ আগস্ট) উপজেলা প্রশাসনের নির্দেশে ভাদসা ইউনিয়ন পরিষদে সরেজমিনে উপস্থিত হয়ে তদন্ত কাজ শুরু করেন সদরের সহকারী কমিশনার (ভূমি) আরিফুর রহমান।

সেখানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরোয়ার হোসেন স্বাধীনের জিম্মায় থাকা ত্রানের চাল, ভিজিডির চাল, শিশু খাদ্যের প্যাকেট, গম বীজ, কম্বল, মাস্ক, সার, বিভিন্ন কীটনাশক, বিভিন্ন প্রকার বীজ, খালি বস্তাসহ বিভিন্ন সামগ্রী মজুত (জমা ) পেয়ে জমাকৃত সে সব মালামাল গুলোর সিজার লিস্ট (জব্দ তালিকা) তৈরি করেন। পরবর্তীতে এ ব্যাপারে প্রশাসনিক ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান দায়িত্বপ্রাপ্ত এ তদন্তকারী কর্মকর্তা।

জানা গেছে, গত কয়েকদিন আগে ভাদসা ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) শাহ আলম বাদী হয়ে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরোয়ার হোসেন স্বাধীনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির তথ্য দিয়ে জয়পুরহাট জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজীর নিকট আবেদন করেন। তার ওই আবেদনের প্রেক্ষিতে উপজেলা প্রশাসন তদন্ত কমিটি গঠন করে তদন্তের নির্দেশ দিলে সোমবার থেকে এ তদন্ত শুরু হয়েছে।

সংবাদটি শেয়ার করুন