বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

জয়পুরহাটে এইচএসসি পরীক্ষা না দেয়ার দাবিতে মানববন্ধন

জয়পুরহাটে এইচএসসি পরীক্ষা না দেয়ার দাবিতে মানববন্ধন

জয়পুরহাটে সাম্প্রতিক আন্দোলনের কারণে স্থগিত এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ না নেয়ার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

শনিবার (১৭ আগস্ট) সকালে জয়পুরহাট শহরের কেন্দ্রীয় মসজিদ মার্কেট এলাকার শহীদ বিশাল চত্বরে ২০২৪ ব্যাচের এইচএসসি ও সমমান পরীক্ষার্থীরা এ মানববন্ধন করে।

এতে জয়পুরহাট সরকারি কলেজ, আক্কেলপুর মজিবুর রহমান কলেজসহ জেলার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষার্থীরা এ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয়।

শিক্ষার্থীরা বলেন, দেশের ও শিক্ষার্থীদের সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা পুনরায় পরীক্ষায় বসতে চাইনা, এই পরিস্থিতিতে পরীক্ষা নিলে আমাদের মূল্যবান সময় ও ভবিষ্যতের ক্ষতি হবে।

তারা বলেন, আন্দোলন করতে আমাদের অনেক শিক্ষার্থী ভাই বোনেরা এখনো বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তাদের কথা বিবেচনা করে ইতোমধ্যে যে সব বিষয়ের পরীক্ষা হয়েছে সে সব বিষয়ের (পরীক্ষার) ওপর মূল্যায়ন করে ফলাফল প্রকাশের দাবি জানান তারা।

উল্লেখ্য, প্রায় এক মাস পর আগামী ১১সেপ্টেম্বর থেকে এ পরীক্ষা শুরুর ঘোষণা দেয়া হয়। কিন্তু জয়পুরহাটে এ পরীক্ষায় অংশ না নেওয়ার দাবিতে মানববন্ধন করে শিক্ষার্থীরা ।

আরও পড়ুনঃ  কাপ্তাইয়ে বেগম রোকেয়া দিবস উপলক্ষে মানববন্ধন

সংবাদটি শেয়ার করুন