ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দিতে ৩১ আগস্ট পর্যন্ত সময় দিল ইসি

রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দিতে ৩১ আগস্ট পর্যন্ত সময় দিল ইসি

দেশে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে বিগত পঞ্জিকা বছরের আয় ও ব্যয়ের হিসাব জমা দিতে ৩১ আগস্ট পর্যন্ত সময় দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রতিবছর ৩১ জুলাইয়ের মধ্যে এই হিসাব জমা দেওয়ার বিধান রয়েছে।

ইসি সূত্রে জানা গেছে, এখনো নিবন্ধিত ৪৪টি দলের মধ্যে ২১টি দল তাদের হিসাব জমা দিয়েছে। বাকি ২৩টি দল নির্ধারিত সময়ে হিসেব জমা দিতে পারেনি।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ গণমাধ্যমে বলেন, যেসব দল নির্ধারিত সময়ের মধ্যে বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিতে পারেনি, আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের হিসাব জমা দেওয়ার জন্য ৩১ আগস্ট পর্যন্ত সময় দেওয়া হয়েছে।

জানা যায়, নির্ধারিত সময়ে যে ২৩ দল হিসাব জমা দিতে পারেনি, তার মধ্যে রয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), গণফ্রন্ট, গণফোরাম, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) প্রমুখ।

উল্লেখ্য, গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা অনুযায়ী, পূর্ববর্তী পঞ্জিকা বছরে দলের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব ৩১ জুলাইয়ের মধ্যে ইসির কাছে জমা দেওয়ার বিধান রয়েছে। কোনো দল পরপর তিন বছর হিসাব জমা দিতে ব্যর্থ হলে নিবন্ধন বাতিল করতে পারে ইসি।

সংবাদটি শেয়ার করুন