ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

‘রক্তাক্ত জুলাই’ হত্যাকাণ্ডের বিচার দাবি শিল্পীসমাজের

‘রক্তাক্ত জুলাই’ হত্যাকাণ্ডের বিচার দাবি শিল্পীসমাজের

‘রক্তাক্ত জুলাই’য়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত নৃশংস রাষ্ট্রীয় হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার দাবি করেছেন শিল্পীসমাজ। এসময় সংখ্যালঘু ও সাংস্কৃতিক ব্যক্তিদের ওপর হামলা, স্থাপনা ভাঙচুর, বঙ্গবন্ধু জাদুঘর এবং ভাস্কর্য ভাঙচুরের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা।

শনিবার (১০ আগস্ট) কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত ‘সৃষ্টির স্বাধীনতায় সাহসী বাংলাদেশ’ শীর্ষক সমাবেশে এই দাবি জানান তারা। বিক্ষুব্ধ থিয়েটারকর্মী, আলোকচিত্রী সমাজ, দৃশ্যমাধ্যম শিল্পীসমাজ ও গেটআপ স্ট্যান্ড আপ (বাংলাদেশ সংগীতশিল্পী সমাজ) যৌথভাবে এই সমাবেশের আয়োজন করে।

এ কর্মসূচীতে আলোকচিত্রী শহিদুল আলম, অমিতাভ রেজা চৌধুরী, সাবেরি আলম, আজমেরি হক বাঁধন, জাকিয়া বারী মম, কুসুম শিকদার, রাফিয়াত রশীদ মিথিলা, সাফা কবির, মারিয়া নূর, টয়া, স্পর্শিয়া, আরমিন মুসা, তানজির তুহিন, প্রবর রিপন, লাবিক কামাল গৌরব, সৈয়দ আহমেদ শাওকী, রেজাউল করিম লিমন, নাজিয়া হক অর্ষা, ইরেশ যাকের, নিশাত প্রিয়ম, সন্ধি, জয় শাহরিয়ার, আইরিন সুলতানা, সুমন আনোয়ার, আজাদ আবুল কালাম, সাবরিনা সাবা ও এলিনা শাম্মীসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

ছাত্র-জনতাকে অভিনন্দন, আমাদের এতবড় বিজয় এনে দেওয়ার জন্য উল্লেখ করে উক্ত সমাবেশের সমন্বয়ক আমিরুল রাজিব বলেন, এখন আমাদের দায়িত্ব ভুলে গেলে চলবে না। সংখ্যালঘু ও সাংস্কৃতিক ব্যক্তিদের ওপর হামলা, স্থাপনা ভাঙচুর, বঙ্গবন্ধু জাদুঘর ও ভাস্কর্য ভাঙচুরের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের অবিলম্বে কঠোর আইনের আওতায় আনতে হবে। এসময় আজমেরি হক বাঁধন বলেন, সরকার পতনের পর সারাদেশে যে ধ্বংসযজ্ঞ চলছে, এগুলো ঠিক নয়। এখান থেকে বের হয়ে এসে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। একজন সাংস্কৃতিক কর্মী হিসেবে আমি আশাকরি সুন্দর একটি বাংলাদেশের। এসময় শহীদ মিনারে গান পরিবেশন করেন ঘাসফড়িং কয়ার। ‘মুক্তির মন্দির সোপান তলে’, ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’ এবং সবশেষে সমবেত জাতীয় সংগীতের মধ্যদিয়ে সমাবেশ শেষ হয়।

সমাবেশ শেষে গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের ছাত্রজনতার রক্তক্ষয়ী অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী সরকার পতনের এই নব বিজয়ে আপনাদের বিপ্লবী অভিনন্দন। এই বিশেষ সময়ে আমরা স্মরণ করছি, এই গণঅভ্যুত্থানের সকল শহীদকে, যাদের নির্বিচারে গুলি করে হত্যা করেছে স্বৈরাচারী হাসিনা সরকার। পৃথিবীর ইতিহাসে এটি একটি নজিরবিহীন হত্যাকাণ্ড। শুধু তাই নয়, জুলাই-আগস্ট মাসজুড়ে তাদের পেটোয়া বাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্বিচারে গণগ্রেপ্তার, গুম ও নৃশংস অত্যাচারে গুরুতর আহত হয়েছেন হাজারো ছাত্র-জনতা। নির্মম দুর্ভাগ্য এই যে, জাতি হিসেবে তাদের মৃত্যুর সঠিক পরিসংখ্যান ও নাম এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। অভ্যুত্থান-পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের মূল দাবি, “রক্তাক্ত জুলাই”য়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে রাষ্ট্রীয় খুন ও সন্ত্রাসের কারণে যারা শহীদ ও গুরুতর আহত হয়েছেন তাদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি করে রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে এবং আহতদের পুনর্বাসন করতে হবে। শহীদদের স্মরণে স্থাপন করতে হবে শহীদ মিনার। সর্বোপরি এই নৃশংস রাষ্ট্রীয় হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত করে সকল অপরাধীকে আইনের আওতায় আনতে হবে।

গণঅভ্যুত্থান পরবর্তী সময়েও অনাকাঙ্ক্ষিতভাবে দেশব্যাপী নানা ধর্মীয় সম্প্রদায়, ভিন্নমতের নাগরিক ও নানান শ্রেণি-পেশার মানুষ হত্যা-নিপীড়নের শিকার হয়েছেন। হামলা ও লুটপাট হয়েছে নানা ধর্মীয় উপাসনালয়, মুক্তিযুদ্ধের ইতিহাসভিত্তিক স্থাপনা, ঐতিহ্যবাহী ভাস্কর্য, সংগ্রহশালা জাদুঘর, স্মৃতি স্মারকসহ শিল্পী, গণমাধ্যম ও সংস্কৃতিকর্মীদের বাড়িতে। আমরা মনে করি, অগ্নিসংযোগ, হামলা, ধ্বংস ও লুটপাটের সঙ্গে জড়িত একটি বিশেষ স্বার্থান্বেষী মহল, যারা আমাদের এই বিজয়ের সকল অর্জন ম্লান করে দিতে চায়। বিপ্লবী ছাত্রজনতা আমাদের উপহার দিয়েছে এক নতুন মুক্তি। তারাই জানবাজি রেখে রক্ষা করে যাচ্ছে দেশের সম্পদ। অভ্যুত্থান পরবর্তী সংকটময় সময়ে তারাই দায়িত্ব নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষার। পাহারা দিয়ে যাচ্ছে মন্দির, মাজারসহ বিভিন্ন উপাসনালয় ও ঐতিহ্যবাহী স্থাপনার। দুষ্কৃতিকারীদের ঠেকাতে সংঘবদ্ধভাবে টহল নিয়ে যাচ্ছে পাড়ায়, মহল্লায়। আন্তরিকতার সঙ্গে ধ্বংসস্তূপ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ট্রাফিক নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছে দিনরাত। সরকার পরিবর্তনের এই বিশেষ সময়ে প্রশাসনিক অনুপস্থিতিতে ছাত্র-জনতাই ধরে রাখছে দেশের হাল।

এ সময়ে আমরা অভ্যুত্থান পরবর্তী সকল হত্যা ও ধংস্বযজ্ঞের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও বিচার বিভাগীয় নিরপেক্ষ তদন্তের জোর দাবি জানাচ্ছি। একইসঙ্গে অভ্যুত্থান পরবর্তী সকল আহত নাগরিকের সু্ষ্ঠু চিকিৎসা, পুনর্বাসন ও নিরাপত্তার জোর দাবি জানাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন