জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার (৩১ জুলাই) থেকে স্বাভাবিক নিয়মে চলবে অফিস-আদালত।
মঙ্গলবার (৩০ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল বুধবার থেকে সরকারি অফিস-আদালত স্বাভাবিক নিয়মে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে। এছাড়া ব্যাংক ও আদালত নিজেরা সময়সূচি নির্ধারণ করবে বলেও জানানো হয়েছে।
তবে, অফিস-আদালত খোলে দেয়া হলেও সারা দেশে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সরকার থেকে এখনও কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।
উল্লেখ্যকোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতি ও কারফিউ জারির কারণে গত রোববার থেকে মঙ্গলবার (২১-২৩ জুলাই) সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এর আগের দু’দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি ছিল। সে হিসাবে টানা পাঁচ দিন পর গত বুধবার (২৪ জুলাই) থেকে আজ মঙ্গলবার পর্যন্ত আংশিকভাবে খোলা থাকে সরকারি অফিস।