ঢাকা | বৃহস্পতিবার
২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

পাটপণ্য রফতানিতে ছয় মাসে প্রণোদনা ২৫০ কোটি টাকা

পাট ও পাটজাতীয় পণ্য রফতানি করার বিপরীতে ১ শতাংশ হারে বিশেষ নগদ প্রণোদনা দিচ্ছে সরকার। ফলে এই অর্থবছরের প্রথম ভাগে পাট ও পাটজাত পণ্য রফতানি করে ২৫০ কোটি টাকা প্রণোদনা পেয়েছেন রফতানিকারকরা।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংক চলতি অর্থবছরে এ খাতে বরাদ্দকৃত অর্থের তৃতীয় কিস্তিতে ১৭০ কোটি টাকা ছাড় কারার প্রস্তাব পাঠায় অর্থ মন্ত্রণালয়ে।

এ প্রস্তাবে জানানো হয়, এ খাতে বরাদ্দের প্রথম ও দ্বিতীয় কিস্তির মোট ২৫০ কোটি টাকা ইতোমধ্যেই তফসিলি ব্যাংকগুলোর মাধ্যমে রফতানিকারকদের দেয়া হয়েছে। এছাড়া বর্তমানে পাট ও পাটজাত পণ্য রফতানির বিপরীতে ব্যাংকগুলো থেকে নগদ সহায়তার অপরিশোধিত দাবির পরিমাণ রয়েছে প্রায় ৫৬ কোটি ১৫ লাখ টাকা।

বাংলাদেশ ব্যাংকের প্রস্তাবনায় মোট কত টাকার পাট ও পাটজাত পণ্য রফতানি হয়েছে তা উল্লেখ না থাকলেও রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী অর্থবছরের প্রথম ভাগে পাট ও পাটজাত পণ্য রফতানির আয় বেড়েছে। জানা যায়, নভেম্বরের শেষে পাট ও পাটজাত পণ্য রফতানি হয় ৪০ কোটি ৪৭ লাখ ডলার, যা লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ২৩ দশমিক ৮৩ শতাংশ বেশি। এছাড়া প্রবৃদ্ধিও গত বছরের একই সময়ের চেয়ে ১৫ দশমিক ১৬ শতাংশ বেড়েছে।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন