আগামী তিন দিন অর্থাৎ রবি থেকে মঙ্গলবার (২৮ থেকে ৩০ জুলাই) পর্যন্ত সরকারি অফিসগুলো সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলবে।
এ ছাড়া, মঙ্গলবারের পর পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। ব্যাংক ও আদালত নিজেরা সময়সূচি নির্ধারণ করবে বলে জানান জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন।
শনিবার (২৭ জুলাই) বিকালে জনপ্রশাসনমন্ত্রী গণমাধ্যমে এ তথ্য জানান।
জানা যায়, মঙ্গলবারের পর কারফিউর সময় অনুযায়ী অফিসের সময়সূচি ঠিক করা হবে।
উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার মধ্যে গত সপ্তাহে তিন দিনের (রোববার, সোমবার ও মঙ্গলবার) সাধারণ ছুটির পর বুধবার থেকে সীমিত পরিসরে সরকারি অফিস খুলেছে। বুধ ও বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা ছিল অফিস।