নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে সৌর্য এয়ারলাইনসের একটি উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় পাইলট ছাড়া ১৮ যাত্রীই নিহত হয়েছেন। পাইলটকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (২৪ জুলাই) সংবাদ সংস্থা এএফপির বরাতে এ খবর প্রকাশ করেছে এনডিটিভি।
ঐ প্রতিবেদনে বলা হয়, কাঠমান্ডু থেকে পোখারার উদ্দেশ্যে ফ্লাইটটি উড্ডয়নের সময়ই দুর্ঘটনার কবলে পড়ে। এটি উড্ডয়নের সময়ই রানওয়ে থেকে ছিটকে পড়ে এবং সঙ্গে সঙ্গে এতে আগুন ধরে যায়। এসময় উড়োজাহাজটিতে শুধু এয়ারলাইনসের কারিগরি কর্মীরা ছিলেন।
এতে আরও বলা হয়, পাইলটসহ উড়োজাহাজটিতে ১৯ জন আরোহী ছিলেন বলে জানিয়েছেন ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের মুখপাত্র প্রেমনাথ ঠাকুর। এর মধ্যে ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে বিমানবন্দরের তথ্য কর্মকর্তা জ্ঞানেন্দ্র বলেছেন, ওই উড়োজাহাজে কোনো সাধারণ যাত্রী ছিলেন না। তবে এটিতে কারিগরি দলের কয়েকজন কর্মী ছিলেন। এটি উড্ডয়নের সময়ই রানওয়ে থেকে ছিটকে পড়ে এবং সঙ্গে সঙ্গে এতে আগুন ধরে যায়। ঘটনাস্থলে উড়োজাহাজ থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে এবং দমকল ও নিরাপত্তা কর্মীরা বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি।