ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

অর্থ প্রতিমন্ত্রীর সঙ্গে মিরসরাই প্রফেসনাল সোসাইটি’র মতবিনিময়

অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ঢাকাস্থ মিরসরাই প্রফেসনাল সোসাইটি’র নেতৃবৃন্দ।

মঙ্গলবার সকালে সচিবালয়ে অর্থ প্রতিমন্ত্রীর দপ্তরে এই মতবিনিময় অুনষ্ঠিত। মিরসরাই প্রফেসনাল সোসাইটি’র পক্ষ থেকে সংগঠনের সাধারন সম্পাদক বিগ্রেডিয়ার জেনারেল (অব.) মো. মহসীনের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল অর্থ প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং মতবিনিময়ে অংশগ্রহণ করেন।

মতবিনিময়ে মিরসরাইয়ে অবস্থিত বঙ্গবন্ধু অর্থনৈতিক অঞ্চলে চলমান বিভিন্ন শিল্প কারখানায় কর্মরত শ্রমিকদের আবাসন সমস্যা, উৎপাদনের জন্য শিল্প কারখানাগুলোতে প্রয়োজনীয় পানির সংকটসহ বিভিন্ন সমস্যা ও অর্থনৈতিক অঞ্চল কেন্দ্র করে সম্ভাবনা গুলো তুলে ধরা হয়। এই সময় অর্থ প্রতিমন্ত্রী বিদ্যমান সমস্যাগুলো সমাধানে আন্তরিকভাবে কাজ করবেন বলে জানান। তিনি মিরসরাইসহ বৃহত্তর চট্টগ্রামের উন্নয়নে মিরসরাই প্রফেসনাল সোসাইটি’র সহযোগীতা কামনা করেন।

এ সময় সংগঠনের নেতৃবৃন্দ প্রতিমন্ত্রীকে সব ধরনের সহযোগীতার আশ্বাস দেন। মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, মিরসরাই প্রফেসনাল সোসাইটি’র যুগ্ম মহাসচিব সাবেক কর কমিশনার রেজাউল করিম চৌধুরী, পরিচালক এনআরবি ব্যাংকের ডিএমডি আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. কামরুল হাসান এফসিএ, প্রচার ও প্রকাশনা সম্পাদক পিআইবি’র কর্মকর্তা জিলহাজ উদ্দিন নিপুন।

সংবাদটি শেয়ার করুন