ঢাকা | মঙ্গলবার
১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সূচক বাড়ল শেয়ারবাজারে

আজ সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেন শুরুর পর প্রথম আধা ঘণ্টায় দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৩৫ পয়েন্ট। এ সময় লেনদেনের পরিমাণ ৩১ কোটি ৫২ লাখ টাকা। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই প্রথম আধা ঘণ্টায় বেড়েছে ৪৩ পয়েন্ট। গতকাল সূচকটি বেড়েছে ৯৮ পয়েন্ট।

ডিএসইতে প্রথম আধা ঘণ্টায় হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮৫টির, কমেছে ৩৫টির আর দর অপরিবর্তিত আছে ৩৫টির।

গতকাল সূচক বাড়ার পর বাজারসংশ্লিষ্ট লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সরকারের উচ্চপর্যায়ের নির্দেশে গতকাল সরকারি কয়েকটি ব্যাংক শেয়ারবাজারে বিনিয়োগে এগিয়ে আসে। পাশাপাশি আতঙ্কিত বিনিয়োগকারীদের আগ্রাসী বিক্রি নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন ব্রোকারেজ হাউসকে নির্দেশ দেওয়া হয়। তাতে বুধবার লেনদেনের শুরু থেকে সূচক ঊর্ধ্বমুখী হয়। লেনদেন শুরুর প্রথম ৩০ মিনিটেই ডিএসইএক্স সূচকটি ৮৩ পয়েন্ট বেড়ে যায়।

আনন্দবাজার/জায়েদ

সংবাদটি শেয়ার করুন