ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৩৮ হাজার ছাড়াল

ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৩৮ হাজার ছাড়াল

ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নিহতের সংখ্যা ৩৮ হাজা ছাড়িয়েছে।

বৃহস্পতিবার (০৪ জুলাই) এই তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও ৫৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ৩৮ হাজার ১১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া এই সময়ে আহত হয়েছেন আরও ৮৭ হাজার ৪৪৫ জন। তাদের অধিকাংশ নারী ও শিশু।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করে নজিরবিহীন হামলা চালিয়ে ১২০০ ইসরায়েলিকে হত্যা ছাড়াও প্রায় ২৫০ জন ইসরায়েলি ও বিদেশি নাগরিককে বন্দি করে গাজায় নিয়ে আসে হামাস। একই দিন থেকে হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে গাজায় নির্বিচারে বোমা হামলা করে আসছে ইসরায়েল।

এদিকে গত নভেম্বরে কাতার ও মিসরের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের মধ্যে সাতদিনের একটি যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল। চুক্তির আওতায় হামাস শতাধিক ইসরায়েলি বন্দীকে মুক্তিও দেয়। তবে এখনো তাদের হাতে শতাধিক ইসরায়েলি বন্দি রয়েছে।

এসব বন্দির মুক্তি নিশ্চিত করতে নেতানিয়াহু সরকারের ওপর দিনকে দিন চাপ বেড়েই চলেছে। তবে কিছু প্রধান বিষয়ে দুপক্ষের মতবিরোধ থাকায় এখনো দ্বিতীয় চুক্তি আলোর মুখ দেখেনি। তবে চেষ্টা অব্যাহত রেখেছে মধ্যস্থতাকারীরা। খবর রয়টার্স।

সংবাদটি শেয়ার করুন