ঢাকা | বৃহস্পতিবার
২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের আগে প্রথম দেখায় যাদের সঙ্গে হারের স্বাদ পেয়েছিল বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের আগে প্রথম দেখায় যাদের সঙ্গে হারের স্বাদ পেয়েছিল বাংলাদেশ

টি-টোয়েন্টিতে বাংলাদেশের সামনে যেন সব দলই বড় প্রতিপক্ষ। ঘরের মাঠে জিম্বাবুয়ের কাছে শেষ টি-টোয়েন্টি হারের লজ্জা নিয়ে যুক্তরাষ্ট্র গেছে নাজমুল হাসান শান্তর দল। এবার হেরে বসলো যুক্তরাষ্ট্রের মতো দলের বিপক্ষেও। বিশ্বকাপের ঠিক আগে বড় ধাক্কা খেলো টাইগাররা।

আর ১০ দিন পর পর্দা উঠতে যাচ্ছে নবম টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরের। এবারের আসরটি বসতে চলছে যুক্তরাষ্ট্র ও ক্যারিবীয় দ্বীপপুঞ্জে। ইতোমধ্যে অংশগ্রহণকারী দলগুলো তাদের স্কোয়াড ঘোষণা করেছে, শুধু পাকিস্তান ব্যতিত। বিশ্বকাপের আগে নিজেদের ঝালাই করে নিতে স্বাগতিক যুক্তরাষ্ট্রের সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হয়েছে বাংলাদেশ।

শুরুটা ভালো হয়নি টাইগারদের। প্রথম ম্যাচেই হারের লজ্জা পেতে হয়েছে শান্ত-সাকিবদের। আর তাই তো সমালোচনার বানে বিদ্ধ হচ্ছেন লাল-সবুজের প্রতিনিধিরা। তবে বাংলাদেশ যে এবারই প্রথম এমন পরিস্থিতির স্বীকার হয়েছে এমনটি নয়।

আগেও বাংলাদেশ হংকং, কেনিয়া ও স্কটল্যান্ডের মতো দলগুলোর বিপক্ষে প্রথম দেখাতেই পরাজয়ের স্বাদ পেয়েছিলো।

টেস্ট খেলুড়ে দেশের মধ্যে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, ভারত, পাকিস্তান ও জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষে প্রথম দেখাতেই হারতে হয় বাংলাদেশকে।

এদিকে বাংলাদেশের টেস্ট স্ট্যাটাসপ্রাপ্তি পূর্বে আইসিসি ট্রফিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সাক্ষাৎ হলেও আন্তর্জাতিক ক্রিকেটে গতকালই প্রথমবার মুখোমুখি হয় তারা। প্রথম দেখাতেই ঐতিহাসিক জয়ই তুলে নিয়েছে স্বাগতিকরা। টি-টোয়েন্টির র‌্যাঙ্কিংয়ে ১০ ধাপ এগিয়ে থাকা বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়েছে আইসিসির সহযোগী সদস্য এই দেশটি।

এছাড়াও পরিসংখ্যান থেকে দেখা যায়, কেনিয়ার মতো দলের বিরুদ্ধেও প্রথম দেখায় হোঁচট খায় লাল সবুজের জার্সিধারীরা। ১৯৯৭ সালের ১০ অক্টোবর প্রেসিডেন্ট কাপে ওয়ানডে ম্যাচে প্রথমবারের মতো মুখোমুখি হয় বাংলাদেশ ও কেনিয়া। ম্যাচে বাংলাদেশকে ১৫০ রানের বড় ব্যবধানে পরাজিত করে কেনিয়া।

উল্লেখ্য, আয়ারল্যান্ড, আফগানিস্তান আইসিসির সহযোগী দেশ থাকা অবস্থাতেই প্রথমবারের মুখোমুখিতে বাংলাদেশকে হারিয়ে দিয়েছিল। প্রথম দেখায় বাংলাদেশকে পরাজিত করার এই তালিকায় আছে স্কটল্যান্ড ও হংকং। আন্তর্জাতিক টি টোয়েন্টিতে প্রথমবারের মুখোমুখিতে বাংলাদেশের বিরুদ্ধে জিতেছিল তারা। যদিও সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে প্রথমবার দেখায় এই দুটি দলের বিপক্ষেই জিতেছিল বাংলাদেশ।

মঙ্গলবার প্রেইরি ভিউতে রুদ্ধশ্বাস ম্যাচে শেষ ওভারে বাংলাদেশকে ৫ উইকেট আর ৩ বল হাতে রেখে হারিয়েছে যুক্তরাষ্ট্র। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে তারা এগিয়ে গেছে ১-০তে।

সংবাদটি শেয়ার করুন