ঢাকা | শুক্রবার
২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ বেতারে প্রথম নারী মহাপরিচালক হোসনে আরা

বাংলাদেশ বেতারের নতুন মহাপরিচালক হিসেবে যোগ দিয়েছেন হোসনে আরা তালুকদার। তিনি বাংলাদেশ বেতারে যোগ দেয়া প্রথম নারী মহাপরিচালক। বুধবার ১৫ জানুয়ারি রাতে সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়, মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালনের আগে তিনি উপ-মহাপরিচালক (বার্তা) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

হোসনে আরা তালুকদার টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার মেয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট থেকে স্নাতক সম্মান-সহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে তিনি বিসিএস (তথ্য) ক্যাডারের ১৯৮৪ ব্যাচে নিয়ােগপ্রাপ্ত হন।

আরও পড়ুন: শেষ হল নৌবাহিনীর বার্ষিক মহড়া : মিসাইল উৎক্ষেপণ সফল

হোসনে আরা ১৯৮৬ সালের ২১ জানুয়ারি সহকারী বার্তা নিয়ন্ত্রক হিসেবে বাংলাদেশ বেতারে যোগ দেন। চাকুরি জীবনে বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ ও সরকারি গুরুত্বপূর্ণ কাজে তিনি ইতালি, তুরস্ক, মালয়েশিয়া, নেদারল্যান্ডস ও চীন ভ্রমণ করেছেন।

 

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন