ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বহিষ্কার ১৯৪ বিএনপি নেতা

উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বহিষ্কার ১৯৪ বিএনপি নেতা

উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে অংশ নেওয়ায় ৫২ জন নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। বহিষ্কৃতদের মধ্যে ১৭ জন চেয়ারম্যান পদে, ভাইস চেয়ারম্যান পদে ২৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৯ জন প্রার্থী হয়েছিলেন।

বিএনপির কেন্দ্রীয় দপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা গেছে, বহিষ্কৃতদের কাছে এরই মধ্যে দলের পক্ষ থেকে এ-সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

এদিকে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন শুরু হয় ৮ মে থেকে। ওই নির্বাচনে অংশ নেওয়ায় ৭৩ জনকে বহিষ্কার করে বিএনপি। ২১ মে হবে দ্বিতীয় ধাপের নির্বাচন, যে নির্বাচনকে ঘিরে ৬৯ জনকে একই কারণে বহিষ্কার করে দলটি।

এরপর ২৯ মে অনুষ্ঠিত হতে যাওয়া তৃতীয় ধাপের নির্বাচনেও দলীয় নির্দেশ না মেনে প্রার্থী হওয়ায় আরও ৫২ জনকে বহিষ্কার করল বিএনপি। সব মিলিয়ে এ পর্যন্ত ১৯৪ জনকে বহিষ্কার করা হলো।

উল্লেখ্য, প্রার্থিতা প্রত্যাহার করে নির্বাচন থেকে ফিরে আসায় কয়েকজনের বহিষ্কারাদেশ তুলেও নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন