ঢাকা | সোমবার
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ: ব্যাটে-বলে পারফরম্যান্সে শীর্ষে যারা

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ: ব্যাটে-বলে পারফরম্যান্সে শীর্ষে যারা

টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ঘরের মাঠে সফরকারী জিম্বাবুয়েকে ৪-১ ব্যবধানে হারিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা। পুরো সিরিজ জুড়েই ব্যাটে-বলে বাংলাদেশের ক্রিকেটারদের পারফরম্যান্স ছিলো চোখে পড়ার মতো।

পাঁচ ম্যাচের সিরিজের প্রথম দুই ম্যাচে টাইগারদের সামনে কোন প্রতিরোধই গড়তে পারেনি জিম্বাবুয়ে। পরের দুই ম্যাচে লড়াই করলেও ম্যাচ জিততে পারেনি তারা। সিরিজের শেষ ম্যাচে এসে কাঙ্ক্ষিত জয়ের দেখা পায় সফরকারীরা। দুই ব্যাটার ব্রায়ান বেনেট ও সিকান্দার রাজার ফিফটিতে দাপুটে জয় পায় জিম্বাবুয়ে।

এ সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক সিরিজেই অভিষিক্ত হওয়া তানজিদ হাসান তামিমের। পাঁচ ম্যাচে ৪০ গড়ে ১৬০ রান করেছেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ১৪০ রান এসেছে তাওহীদ হৃদয়ের ব্যাট থেকে। তিন ও চারে রয়েছেন ব্রায়ান বেনেট ও জন ক্যাম্পবেল। শেষ ম্যাচে ফিফটি করা সিকান্দার রাজা রয়েছেন পাঁচে।

বোলিংয়ে সবার উপরে চার ম্যাচে আট উইকেট নেয়া তাসকিন। ৪.৫৬ ইকোনমিতে প্রথম চার ম্যাচে দারুণ বোলিং করেছেন তিনি। ইনজুরির কারণে যদিও শেষ ম্যাচ খেলা হয়নি এই টাইগার পেসারের। খরুচে বোলিং করেও দ্বিতীয় অবস্থানে আছেন সাইফউদ্দিন। চার ম্যাচে তার শিকার আট উইকেট। এরপরে আছেন জিম্বাবুয়ের দুই পেসার ব্লেসিং মুজারাবানি ও লুক জঙ্গুয়ে। দুই ম্যাচে পাঁচ উইকেট নেয়া সাকিব রয়েছেন পাঁচে।

এদিকে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে খেলেননি তাসকিন আহমেদ। চোটের কারণে মাঠে নামা হয়নি এই টাইগার পেসারের। ইনজুরির কারণে তাকে বিশ্রামে রেখেই খেলতে নামে স্বাগতিকরা। চতুর্থ টি-টোয়েন্টিতে ফিল্ডিংয়ের সময় ডাইভ দিতে গিয়ে পাঁজরে ব্যথা পান তাসকিন। ব্যথা থাকায় তিনি খেলার জন্য ফিট ছিলেন না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তাসকিনের চোট কতটা গুরুতর তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। কারণ তার স্ক্যান রিপোর্ট এখনও হাতে আসেনি। রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন