মোবাইল ব্যাংকিংয়ে লেনদেন সহজ হওয়ার ফলে এর চাহিদা দিন দিন বেডেই চলছে।এমনকি বাড়ছে নতুন অ্যাকাউন্ট-সংখ্যা ও লেনদেনের পরিমাণ।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে, ২০১৯ সালের নভেম্বর শেষে দেশে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) গ্রাহক দাঁড়িয়েছে ৭ কোটি ৮৬ লাখ। অপরদিকে, নভেম্বর মাসে এ সেবায় দৈনিক লেনদেন হয়েছে প্রায় ১ হাজার ২৬৪ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে মোট ১৬টি ব্যাংক মোবাইল ব্যাংকিং করছে। এসব প্রতিষ্ঠানে নভেম্বর পর্যন্ত মোট নিবন্ধিত হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ৮৫ লাখ ৯৪ হাজার।
এর মধ্যে সক্রিয় হিসাব রয়েছে ৩ কোটি ৫০ লাখ ৯২ হাজার। এ সময়ে মোবাইল ব্যাংকিং এজেন্টের সংখ্যা দাঁড়িয়েছে ৯ লাখ ৬৫ হাজার ৪৭১ জন। নভেম্বর মাসে মোবাইল ব্যাংকিংয়ে দৈনিক লেনদেনের পাশাপাশি মোট লেনদেনও বেড়েছে।
তথ্য অনুসারে, নভেম্বর মাস জুড়ে মোবাইল ব্যাংকিংয়ে মোট লেনদেন হয়েছে ৩৭ হাজার ৯১৮ কোটি ৮৬ লাখ টাকা। অক্টোবরে এর পরিমাণ ছিল ৩৭ হাজার ৭৬২ কোটি ৫৪ লাখ টাকা। অর্থাত্ অক্টোবরের তুলনায় নভেম্বরে লেনদেন বেড়েছে দশমিক ৪০ শতাংশ।
আনন্দবাজার/এফআইবি