জয়পুরহাটের আক্কেলপুর, কালাই ও ক্ষেতলালে আগামীকাল (বুধবার) প্রথম ধাপে অনুষ্ঠিতব্য ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
ইতোমধ্যে এ ৩ উপজেলার প্রতিটি ভোট কেন্দ্রে কেবল মাত্র ব্যালট পেপার ছাড়া- স্বচ্ছ ব্যালট বাক্স, সিল-গালা, কাগজ ইত্যাদি প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জামাদি (মালামাল) প্রেরণ করা হয়েছে। আগামীকাল (বুধবার) সকালে ভোটগ্রহণের আগে কেন্দ্রগুলোতে (বাকি) প্রয়োজনীয় সংখ্যক ব্যালট পেপার পাঠানো হবে।জয়পুরহাট জেলা নির্বাচন কর্মকর্তা মো: ফজলুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা আরো জানান, এ তিন উপজেলার মোট ৩লাখ ৪০হাজার ভোটার। ১১২টি ভোট কেন্দ্রের ৯০৯টি বুথে তাদের নিজেদের পছন্দ মাফিক প্রার্থীকে ব্যালটের মাধ্যমে সরাসরি ভোট দিয়ে নির্বাচিত করবেন।
এদিকে নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে আক্কেলপুর, কালাই ও ক্ষেতলাল উপজেলায় (২প্লাটুন করে) মোট ৬প্লাটুন এবং অতিরিক্ত ২প্লাটুন বিজিবি সদস্য রিজার্ভে থাকবে।
উপজেলা গুলোর প্রতিটি ইউনিয়নে পুলিশের ৭টি মোবাইল টিম এবং প্রতিটি ইউনিয়নে একজন সহ ৩উপজেলায় ১৮জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ দায়িত্বে থাকবেন- মোট ২১জন ম্যাজিস্ট্রেট। এ ছাড়া ভোট কেন্দ্র ও এর আশেপাশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সার্বক্ষণিক নিয়োজিত থাকবে র্যাব ও বিজিবি সদস্যের স্ট্রাইকিং ফোর্সের ৩-৪টি টিম। এছাড়াও প্রতিটি কেন্দ্রে পুলিশের পাশাপাশি থাকবে প্রয়োজনীয় সংখ্যক আনসার- ভিডিপি সদস্যরা।
উল্লেখ্য, এবারের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে জেলার আক্কেলপুর, কালাই ও ক্ষেতলালে- চেয়ারম্যান পদে মোট ১০জন, ভাইস চেয়ারম্যান পদে ১৩জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এর মধ্যে আক্কেলপুর উপজেলায়- চেয়ারম্যান পদে ৩জন, ভাইস চেয়ারম্যান পদে ৩জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন, কালাইয়ে- চেয়ারম্যান পদে ৩জন, ভাইস চেয়ারম্যান পদে ৭জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন এবং ক্ষেতলাল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪জন, ভাইস চেয়ারম্যান পদে ৩জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬জন প্রার্থী রয়েছেন।