ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সরকারের লক্ষ্য ৩০ হাজার কোটি টাকা

স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত সহ বিভিন্ন সংস্থার তহবিলের একাংশ সরকারি কোষাগারে নেয়ার আইন মঙ্গলবার জাতীয় সংসদে বিল আকারে উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বিলে দেওয়া হয়েছে ৬১টি প্রতিষ্ঠানের তালিকা। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

এই আইনটি মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছিল গত বছরের সেপ্টেম্বরে। অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিকে আইনটি পরীক্ষা-নিরীক্ষা করতে নির্দেশ দেয়া হয়েছে। এই আইন নিয়ে কিছু বলার থাকলে আগামী সাত কর্মদিবসের মধ্যে তা সংসদকে জানাতে বলা হয়েছে।

আইন পাশ হলে সংস্থাগুলো সরকারি কোষাগারে টাকা জমা দিতে বাধ্য হবে। গত জুন পর্যন্ত বিভিন্ন সংস্থার কাছে ২ লাখ ১৯ হাজার কোটি টাকা জমা রয়েছে বলে বাংলাদেশ ব্যাংক অর্থ বিভাগকে জানিয়েছিল। অর্থ বিভাগ আশা করছে, এসব সংস্থা থেকে সরকার প্রায় ৩০ হাজার কোটি টাকা কোষাগারে জমা নিতে পারবে।

অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান আলী রেজা ইফতেখার বলেন, অর্থমন্ত্রী আমাদের আশ্বস্ত করেছেন যে সংস্থার নেওয়া তহবিলের অন্তত অর্ধেক বেসরকারি ব্যাংকে স্বল্প সুদে রাখা হবে। এটা হলে ৯ শতাংশ সুদে ঋণ দেওয়া সহজ হবে।

 

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন