ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

জয়পুরহাটে নানা কর্মসূচিতে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

জয়পুরহাটে নানা কর্মসূচিতে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

‘ স্বাস্থ্য অধিকার নিশ্চিতে ,কাজ করি এক সাথে।’ – এ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের অন্যান্য স্থানের ন্যায় জয়পুরহাটে জেলা সিভিল সার্জন অফিসের উদ্যোগে নানা কর্মসূচিতে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার দুপুরে জয়পুরহাট জেলা সিভিল সার্জন অফিসের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা (র‍্যালি )বের হয়ে জয়পুরহাটের ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ক্যাম্পাস ও এর পার্শ্ববর্তী সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি পুনরায় সিভিল সার্জন অফিসের সামনে (ফিরে) এসে শেষ হয়।পরে জেলা সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল চন্দ্র। জয়পুরহাটের ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার রাশেদ মোবারক জুয়েলের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা চৈতি রায় ও মেডিকেল অফিসার ডাক্তার জোবায়ের আল ফয়সাল।

সংবাদটি শেয়ার করুন