ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

জয়পুরহাটে মাত্র ১০ টাকায় পূর্ণাঙ্গ ঈদ বাজার

জয়পুরহাটে মাত্র ১০ টাকায় পূর্ণাঙ্গ ঈদ বাজার

মাত্র ১০ টাকায় মিলছে পূর্ণাঙ্গ ঈদ বাজার এ যেন শায়েস্তা খাঁর আমল এসেছে। হ্যাঁ কল্পনা নয় বাস্তবে এক দিনের জন্য দশ টাকায় পাওয়া যাচ্ছে সেমাই, দুধ, চিনি, নুডলস, শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবি। বিষয়টি অবাক করার মতো হলেও এমন ঘটনা ঘটেছে জয়পুরহাটে। বছর ঘুরে আসা ঈদের আনন্দকে ভাগ করে নিতেই প্রতি বছরের মতো জয়পুরহাটে এবারো সমাজের অসহায় গরিব-দুস্থ মানুষদের জন্য আয়োজন করা হলো ১০ টাকার ঈদ বাজার।

শনিবার সকালে আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর বাজারে আজিজ রেজিয়া ফাউন্ডেশনের আয়োজনে এই ঈদ বাজারের আয়োজন করা হয়। ব্যতিক্রমী ঈদ বাজারের উদ্বোধন করেন আজিজ রেজিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তাজুল ইসলাম। ঈদ কে সামনে রেখে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির বাজারে গরিব-দুস্থ মানুষেরা মাত্র ১০ টাকায় এইসব পছন্দের পন্য নিতে পারছেন।

এক দিনের জন্য এই বাজারে আজিজ রেজিয়া ফাউন্ডেশনের পরিচালক কায়কোবাদ আরাম, ইলিয়াস হোসেন, আবু রুশদ চৌধুরী, সোহাগ হোসেন, সাজ্জাদুল ইসলাম উপস্থিত ছিলেন।
বারিল গ্রামের রহিমা বেগম, আঃ করিম মিয়া, গোপিনাথপুর গ্রামের সাইদুল ইসলাম, নুরুন্নাহার বেগম, শিশু জনিসহ বেশ কয়েকজন জানান ঈদ কে সামনে রেখে এমন বাজার যেন স্বপ্নের মতো। মাত্র দশ টাকায় পুরো পরিবারের আনন্দ যেন এক ভিন্ন স্বাদের ঈদের খুশি সবার মাঝে।

সংবাদটি শেয়ার করুন