দীর্ঘক্ষণ মোজা আর জুতা পরে থাকার কারণে অনেকেরই পা থেকে দুর্গন্ধ বের হয়। ধুলা ও রোগজীবাণু থেকে পা সুরক্ষিত রাখতে গিয়ে সৃষ্ট এই দুর্গন্ধের কারণে সবসময়ই হতে হয় লজ্জিত। এক্ষেত্রে রুচিসম্মত এবং আধুনিক জুতা ও মোজা পরলেই শুধু চলে না, সতর্ক থাকতে হয় পায়ের দুর্গন্ধের ব্যাপারেও।
মোজা এবং জুতা ব্যবহারের ফলে পায়ে দুর্গন্ধ হওয়া খুবই স্বাভাবিক ব্যাপার। তবে সেটা থেকে দ্রুত পরিত্রাণ না পেলে বিষয়টা আর স্বাভাবিক থাকে না। সেজন্য সচেতন মানুষ মাত্রই জুতা, মোজা এবং পায়ের এই দুর্গন্ধ থেকে পরিত্রানের উপায় জানা থাকা জরুরী।
পায়ের দুর্গন্ধ থেকে পরিত্রাণের উপায়,
১। ব্যাকটেরিয়ার বিস্তার হয় ঘামে ভেজা স্যাঁতসেঁতে পায়ে। তাই সুযোগ থাকলে কিছুক্ষণ পর পর জুতা এবং মোজা খুলে পায়ের পাতায় বাতাস লাগালে দুর্গন্ধ কম হয়।
২। বাসা থেকে অ্যান্টি-ব্যাকটেরিয়াল পাউডার লাগিয়ে তারপর মোজা পরে বাসা থেকে বেরুতে হবে। তাহলে পা থেকে দুর্গন্ধ বের হবে না।
৩। এক জোড়া জুতা প্রতিদিন না পরে জুতা বদল করে পরেও এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব।
৪। বাসায় ফেরার পর লবণ মেশানো কুসুম গরম পানি অথবা লেবু পানিতে পা ভিজিয়ে রাখলে তাৎক্ষণিকভাবে পায়ের দুর্গন্ধ দূর হয়ে যায়।
৫। বর্তমানে বাজারে পায়ের দুর্গন্ধ এড়ানোর সুগন্ধি পাওয়া যায়, এসব সুগন্ধি ব্যবহার করেও দুর্গন্ধ থেকে অনেকটাই পরিত্রাণ পাওয়া যায়।
৬। জুতা খোলার পর দুর্গন্ধ ছড়াতে শুরু করলে দ্রুত সাবানপানি দিয়ে ভালো করে পা ধুয়ে ফেলতে হবে।
৭। এছাড়া একটা মোজা একদিনের বেশি না পরে ধুয়ে ফেললেও দুর্গন্ধ সৃষ্টি হয় না।
আনন্দবাজার/ডব্লিউ এস