ঢাকাস্থ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (সিইউসিএজেএএ) ইফতার মাহফিল, মিলনমেলা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ মার্চ) রাজধানীর বাংলামোটরের ওয়াটারফল কনভেনশন হলে এটি অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ঢাকায় অবস্থানরত সিইউসিএজেএএ-এর বর্তমান ও নতুনসহ শতাধিক সদস্য।
অনুষ্ঠানে সিনিয়র সহ-সভাপতি ফজলুল করিমের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক তন্ময় মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে চবির অ্যলামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আব্দুল করিম, চবির সাবেক মেধবী শিক্ষার্থী ও সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক সভাপতি ও সহযোগী অধ্যাপক মো. শহীদুল হক, সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি শিমুল নজরুল, সাধারণ সম্পাদক নুরুউদ্দিন মিলন, সহ-সভাপতি পারভেজ চৌধুরী, নিবাহী কমিটির সদস্য ফাহাদ ফেরদৌসসহ অ্যালামনাইয়ের সাধারণ ও নতুন সদস্যরা বক্তব্য দেন।
এছাড়া, প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আব্দুল করিম দেশের সাংবাদিকতা জগতের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, ‘সাংবাদিকতা অত্যন্ত চ্যালেঞ্জিং একটি পেশা। সাংবাদিকরা তাদের লেখনির মাধ্যমে জীবনের সমাজ বাস্তবতা আমাদের সামনে নিয়ে আসেন। এই কাজটি করতে গিয়ে চবি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরাই দেশের সাংবাদিকতা জগতে তারা অনন্য ভূমিকা রেখে চলেছেন। শুধু সাংবাদিকতাই নয় এই বিভাগের শিক্ষার্থীরা দেশের নানা পেশায় দারুণ পেশাদারিত্বের প্রমাণ রেখে চলেছেন।’
চবি’র সাবেক শিক্ষার্থী ও সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম বলেন, বিভাগের শিক্ষার্থীদের কল্যাণের জন্যই অ্যালামনাই অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনের নিরলসভাবে কাজ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে তিনি বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশের প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দিন যতই যাচ্ছে ততই আমাদের বন্ধন সুদৃঢ় হচ্ছে। চবি’র শিক্ষার্থীরা চিফ জাস্টিসসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে জায়গা করে নিয়েছেন। চবি’র যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা দেশের সাংবাদিকতায় তাদের শক্ত অবস্থান করে নিচ্ছেন। জাতীর দর্পণ হিসেবে এই সেক্টরে কাজ করার মধ্যদিয়ে দেশের উন্নয়নের কথা নিয়মিত দেশীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে তুলে ধরছেন।’
আলোচনা সভা ও ইফতার মাহফিলে শেষাংশে অ্যাসোসিয়েশনের নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এসময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা তাদের বিশ্ববিদ্যালয় জীবনের কাটানো মুহূর্তের স্মৃতিচারণ করেন।