ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বাউফলে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত

যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে পটুয়াখালীর বাউফলে পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস।

দিবসটি পালন উপলক্ষে সকাল ৭টার দিকে উপজেলা স্বাধীনতা স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ সহ শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সরকারি কর্মকর্তা, চেয়ারম্যানগন, রাজনৈতিক ও সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়াম চত্বর মাঠে আয়োজন করা হয় কুচকাওয়াজ, র‌্যালী, পতাকা উত্তোলন ও পুরস্কার বিতরণী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.বশির গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদার।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, বাউফলের সহকারী কমিশনার (ভুমি) প্রতীক কুমার কুন্ড,সিনিয়র সহকারী পুলিশ সুপার (বাউফল সার্কেল) মোঃ সাদ্দাম হোসাইন,বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েন,উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন খান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুল আলম মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার নিশু,উপজেলার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ সহ সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় অংশগ্রহণ করা বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণও করা হয়।

সংবাদটি শেয়ার করুন