জয়পুরহাটে কিশাের গ্যাং ‘জানু গ্রুপ’ এর লিডার সােহান সহ ৮সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান- র্যাব সদস্যরা। র্যাব -৫ জয়পুরহাট ক্যাম্পের নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলা শহরের জয়পুরহাট স্টেডিয়াম এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। শনিবার সকাল সাড়ে ১১টায় র্যাব – ৫ জয়পুরহাট ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
আটককৃত কিশোর গ্যাং “জানু গ্রুপ” এর গ্রুপ লিডার- সোহান ছাড়া অন্যান্য হলো- সাকিব খান, রাতুল , আবদুল্লাহ মুমিন, জয়ন্ত কুমার, আব্দুল হাই কাফি তামিম , পিযুষ কুমার মহন্ত আনন্দ , জয় মহন্ত ও পিপাস মোল্লা। এদের সকলের বাড়ি জয়পুরহাট শহরের বিভিন্ন মহল্লায়।
র্যাব – ৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক জানান, সমসাময়িক সময়ে জয়পুরহাটে কিশাের গ্যাংয়ের উৎপাত আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে তারা। এমন বিভিন্ন অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে (গতরাতে) জয়পুরহাট স্টেডিয়াম এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাং লিডার সোহানসহ ৮ জনকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাদের জয়পুরহাট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সোপর্দ করা হয়েছে ।