ঢাকা | সোমবার
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ট্রেনের অগ্রিম টিকিট মিলবে আগামীকাল থেকে

ট্রেনের অগ্রিম টিকিট মিলবে আগামীকাল থেকে

পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে আগামীকাল থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। এবারও শতভাগ অনলাইনেই বিক্রি টিকিট।

ঈদযাত্রার আগাম ট্রেনের টিকিট রোববার (২৪ মার্চ) সকাল ৮টা থেকে অনলাইনে বিক্রি শুরু হবে বলে গণমাধ্যমে জানিয়েছেন কমলাপুরের স্টেশন ম্যানেজার মো. মাসুদ সারওয়ার।

রেল ভবনে এর আগে গত ১৩ মার্চ দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রেলমন্ত্রী জিল্লুল হাকিম ২৪ মার্চ থেকে ঈদযাত্রার ট্রেনের আগাম টিকিট বিক্রির কথা জানিয়েছিলেন। ওইদিন রেলমন্ত্রী জানান, ভিড় এড়াতে কমলাপুরের পরিবর্তে ঢাকার ক্যান্টনমেন্ট ও গাজীপুরের জয়দেবপুর রেলস্টেশন থেকে ছাড়বে উত্তরবঙ্গের ৩/৪টি ট্রেন।

এছাড়া, এবার পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট অনলাইনে বিক্রি হবে সকাল ৮টায়, আর পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি হবে দুপুর ২টা থেকে।

ঈদযাত্রাকে ঘিরে প্রতিবছর পাঁচ দিন আগ পর্যন্ত টিকিট দেয়া হলেও এবার বিক্রি হবে ৭ দিনের। পাশাপাশি একজন সর্বোচ্চ ৪টি টিকিট নিতে পারবেন। এছাড়া বিক্রি হওয়া টিকিট ফেরত নেয়া হবে না। জেনে নিন কবে কোনদিনের টিকিট বিক্রি হবে-

ঈদযাত্রার অগ্রীম টিকিট

২৪ মার্চ বিক্রি হবে ৩ এপ্রিলের টিকেট। পরদিন ২৫ মার্চ পাওয়া যাবে ৪ এপ্রিলের টিকিট। পাশাপাশি ২৬ মার্চ মিলবে ৫ এপ্রিলের টিকিট। এরপর ২৭ মার্চ পাওয়া যাবে ৬ এপ্রিলের টিকিট। অন্যদিকে, ২৮ মার্চ বিক্রি হবে ৭ এপ্রিলের টিকিট। পাশাপাশি ২৯ মার্চ দেয়া হবে ৮ এপ্রিলের টিকিট। এছাড়া ৩০ মার্চ ৯ এপ্রিলের টিকিট বিক্রি হবে।

ফিরতি টিকিট

ঈদ শেষে ফিরতি টিকিট বিক্রি শুরু হবে আগামী ৩ এপ্রিল থেকে। ওইদিন পাওয়া যাবে ১৩ এপ্রিলের টিকিট। পাশাপাশি ৪ এপ্রিল বিক্রি হবে ১৪ এপ্রিলের টিকিট। পরদিন ৫ এপ্রিল মিলবে ১৫ এপ্রিলের টিকিট। এছাড়া ৬ এপ্রিল বিক্রি হবে ১৬ এপ্রিলের টিকিট। আর ৭ এপ্রিল দেয়া হবে ১৭ এপ্রিলের টিকিট। অন্যদিকে, ৮ এপ্রিল বিক্রি হবে ১৮ এপ্রিলের টিকিট এবং ৯ এপ্রিল পাওয়া যাবে ১৯ এপ্রিলের আগাম ট্রেনের টিকিট।

সংবাদটি শেয়ার করুন