ঢাকা | শুক্রবার
২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশকে পেঁয়াজ কেনার অনুরোধ মোদি সরকারের

পূর্বঘোষণা ছাড়া বাংলাদেশের কাছে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়া ভারতই এখন বাংলাদেশকে পেঁয়াজ কেনার অনুরোধ করছে। সোমবার বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনারের সাথে বৈঠকে ভারতের বাণিজ্য মন্ত্রনালয় এই প্রস্তাব দেয়।

কারণ হিসেবে জানা যায়, ভারতের কে্ন্দ্রীয় সরকার তাদের রাজ্য সরকারগুলোর চাহিদা অনুযায়ী  ১৮ হাজার মেট্রিক টন  পেঁয়াজ আমদানি করে। এই আমদানিকৃত পেঁয়াজের মাত্র ৩ হাজার মেট্রিক টন কিনেছে রাজ্যগুলো। আর বাকি পেঁয়াজগুলো মুম্বাই বন্দরে খালাসের অপেক্ষায় রয়েছে। কিন্তু রাজ্যগুলো তাদের দেওয়া চাহিদাপত্র বাতিল করে দেওয়ায় বিপাকে পড়ে মোদি সরকার। আর এই অবিক্রিত পেঁয়াজ এখন বাংলাদেশের কাছে গছিয়ে দিতে চাচ্ছে তারা।

“যে পরিমাণ পেঁয়াজ এসে পৌঁছেছে তার মধ্যে কেবল ৩ হাজার মেট্রিক টন চেয়েছে রাজ্য সরকারগুলো। বাকি পেঁয়াজগুলোর কী হবে তা এখনো নিশ্চিত নয়।” নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়।

সূত্র – দ্য প্রিন্ট

আনন্দবাজার/জায়েদ

সংবাদটি শেয়ার করুন