ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আগাম পেঁপে ও তরমুজে লাভবান কৃষক

খাগড়াছড়িতে আগাম পেঁপে ও তরমুজ চাষ করে সফলতা পেয়েছেন  দুই কৃষক। আম বাগান থেকে ফলন পেতে কৃষকদের ৩-৪ বছর অপেক্ষা করতে হয়। তাই ওই সময়টায় বসে না থেকে তারা কিছু পেঁপে চারা রোপন করে চাষ করেন। এবং সেই  চাষের ফলন ভাল হলে পরের বছর তারা আরও  কিছু পেঁপে চারা এবং কিছু আগাম তরমুজের চারা রোপণ করেন।

চারা রোপণ করার ৪-৫ মাস পরে তারা তরমুজের ফলনও ভাল পান। এবং অসময়ে তারা সেই তরমুজ বিক্রি করে অনেক লাভবান হন।  আর এই অসময়ে তরমুজ  এবং  পেপে চাষের লাভ দেখে খুবই অবাক হন স্থানীয় কৃষকরা।

এই ব্যাপারে কৃষি বিশেষজ্ঞরা বলেন,এই চাষ পদ্ধতি ছড়িয়ে  দিলে পাহারের অন্ন কৃষকরাও লাভবান হবেন। খাগড়াছড়ি পার্বত্য জেলার কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মো. মর্ত্তুজ আলী বলেন, নতুন এই পদ্ধতি কৃষকদের কাছে পৌঁছে দিবেন। কার দেশে মার্চ থেকে এপ্রিল তরমুজের মৌসুম। এই সময়ে এই পদ্ধতিতে চাষ করলে তারা লাভবান অবেন।

আনন্দবাজার/এইচ.এস.কে 

 

 

 

 

সংবাদটি শেয়ার করুন