ঢাকা | শনিবার
১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

রমজানে পণ্যের দাম স্থিতিশীল রাখতে জয়পুরহাটে কৃষি বিপনন কমিটির সভা

জয়পুরহাটে চলতি রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় ও স্থিতিশীল রাখার লক্ষ্যে- জেলা প্রশাসনের উদ্যোগে জেলা কৃষি বিপণন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

জয়পুরহাটে চলতি রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর মূল্য সহনীয় ও স্থিতিশীল রাখার লক্ষ্যে-কৃষি বিপণন বিভাগ, জেলার বিভিন্ন ভোগ্যপণ্যের ব্যবসায়ী, পাইকারি ও খুচরা বিক্রেতা, গরু ও মুরগির খামারি এবং সাংবাদিক ও সাধারণ ক্রেতাদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার দুপুরে জয়পুরহাট জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন- জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ সবুর আলী, অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল সদর ইসতিয়াক আলম জয়পুরহাট জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি আব্দুল হাকিম মন্ডল, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মহির উদ্দিন, জেলা কৃষি বিপণণ কর্মকর্তা রতন কুমার রায় বক্তব্য রাখেন।

এ সভায় কৃষি বিপণন অধিদপ্তর (ঢাকা)কর্তৃক চলতি রমজান মাসের জন্য সরকারি ভাবে নির্ধারিত- নিত্য প্রয়োজনীয় ২৯টি (বিভিন্ন) পণ্যের যৌক্তিক মূল্যের সাথে সমন্বয় করে জয়পুরহাট জেলার জন্য নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্যের মূল্য পুনঃনির্ধারণ করা হয়।

এ ছাড়া সভায় বাজারের মূল্য পরিস্থিতি স্থিতিশীল রাখার জন্য পুরো রমজানে বাজার মনিটরিং জোরদার ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন