ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

জয়পুরহাটে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত

জয়পুরহাটে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত

জয়পুরহাটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে রবিবার (১৭ মার্চ) সকাল ৮টায় শহরের- শহিদ ডা. আবুল কাশেম ময়দানে বঙ্গবন্ধুর মুরালে (প্রতিকৃতি) আনুষ্ঠানিকভাবে প্রথম পুষ্পার্ঘ্য অর্পণ করেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী। এর পর পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল সহ একে একে বিভিন্ন সরকারি দফতর, সামাজিক- সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

এর আগে জেলার বিভিন্ন সরকারি, আধা সরকারি ও স্বায়ত্ত শাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

এ ছাড়া জেলা প্রশাসনকর্তৃক গৃহীত কর্মসূচির অংশ হিসেবে জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় বঙ্গবন্ধুর জীবনী ও মহান মুক্তিযুদ্ধভিত্তিক ডকুমেন্টারী প্রদর্শন এবং বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ প্রচার, জেলা শিশু একাডেমিতে শিক্ষার্থীদের রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সকল মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত এবং বিকেলে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

সংবাদটি শেয়ার করুন