ঢাকা | রবিবার
২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৩৫

গাজীপুরের কোনাবাড়ীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অন্তত ৩৫ জন আহত হয়েছেন।

বুধবার (১৩ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে টপ স্টার গার্মেন্টস ফ্যাক্টরির পাশের একটি কলোনিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটে।

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন গণমাধ্যমকে জানান, এ ঘটনায় আহত হয়েছেন ৩৫ জন।

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী টপ স্টার গার্মেন্টস ফ্যাক্টরির পাশের একটি কলোনিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের এই ঘটনা ঘটে উল্লেখ করে গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আবদুল্লাহ আল আরিফিন জানান, স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।

এছাড়া, কোনাবাড়ী ফায়ার স্টেশনের ডিউটি অফিসার আইয়ুব আলী গণমাধ্যমকে জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন