পুঁজিবাজারের বর্তমান অবস্থায় করনীয় এবং উন্নয়নে অর্থ মন্ত্রণালয় গঠিত সমন্বয় ও তদারকি কমিটির জরুরী পর্ষদ সভা ডাকা হয়েছে আগামি ২০ জানুয়ারি।
এ বৈঠকে অংশগ্রহন করবেন অর্থমন্ত্রী, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এবং বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশনের (বিএমবিএ) প্রতিনিধিসহ স্টেকহোল্ডাররা।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব ড. নাহিদ হোসেন সাক্ষরিত এক চিঠিতে জানানো হয়েছে, ২০ জানুয়ারি (সোমবার) দুপুর ২টায় আইসিবির পরিচালনা পর্ষদ কক্ষে জরুরী এই সভাটি অনুষ্ঠিত হবে।
অর্থমন্ত্রনালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব আসাদুল ইসলাম পুঁজিবাজারের সুদিন ফেরাতে সরকারি চার ব্যাংককে বিনিয়োগ করার নির্দেশ দিয়েছেন। একই সাথে তফসিলি ব্যাংকগুলোকে পুঁজিবাজারে বিনিয়োগে উৎসাহিত করতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে আহবান জানিয়েছেন।
আনন্দবাজার/তাঅ