ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

জয়পুরহাটে নিরাপদ মাছ চাষে আর্থিক সহায়তা পেল ৩১ জন মৎস্যচাষি

জয়পুরহাটে নিরাপদ মাছ চাষে- ৩১জন মৎস্য চাষীর মাঝে ১৩লাখ ৫০হাজার টাকার আর্থিক সহায়তা (অনুদান) প্রদান করা হয়েছে।

নিরাপদ মৎস্য ও মৎস্যপণ্য উৎপাদন ও বাজারজাতকরণ শীর্ষক ভ্যালু চেইন উপপ্রকল্পের আওতায়- একটি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) উদ্যোগে উপকারভোগী মৎস্যচাষীদের মাঝে এ সহায়তা প্রদান করা হয়।

(মঙ্গলবার সকালে জয়পুরহাট শহরের পূর্ব বাজার মসজিদ সড়ক এলাকায় স্থানীয় বেসরকারি সংস্থা- জেআরডিএম এর প্রধান কার্যালয়ে পিকেএসএফের আর্থিক সহায়তায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা মৎস্য কর্মকর্তা জিএম সেলিম ৩১জন মৎস্য চাষীর হাতে ১৩লাখ ৫০হাজার টাকার অনুদানের চেক তুলে দেন।

মূলত: এ প্রকল্পের ওই ৩১জন উপকারভোগীদের মাঝে কালো সৈনিক পোকা উৎপাদন ও বাজারজাতকরণ, নিবিড় (বটমক্লিনিং) পদ্ধতিতে ট্যাংকে নিরাপদ মাছ চাষ, মৎস্য সেবা ও পরামর্শ কেন্দ্র স্থাপন, মূল্য সংযোজিত মৎস্য পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ দ্রুত বর্ধনশীল জি-৩ রুই চাষ, উচ্চ মূল্যমানের দেশীয় প্রজাতির মাছের হ্যাচারী স্থাপন, ফার্ম ম্যাকানাইজেশন আধানিবিড় পদ্ধতিতে চিংড়ি চাষ ইত্যাদি প্রযুক্তি বাস্তবায়নে এ অনুদান প্রদান করা হয়।

বেসরকারি সংস্থাটির সিনিয়র উপ- পরিচালক (কার্যক্রম) শওকত আলীর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে- অন্যান্যের মধ্যে সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রফিকুল ইসলাম ও সংস্থার সহকারী পরিচালক (প্রকল্প) কৃষিবিদ এনএম ওয়ালিউজ্জামান উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন