ঢাকা | শুক্রবার
২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সকল আনুষ্ঠানিকতা শেষেই এক সাথে থাকব : গুলতেকিন

জনপ্রিয় কথাসাহিত্যিক প্রয়াত হুমায়ুন আহমেদের প্রাক্তন স্ত্রী গুলতেকিন খান গত কয়েক মাস আগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আফতাব আহমদকে বিয়ে করেছেন। খুব শীঘ্রই বিয়ের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে একসাথে পথাচলা শুরু করবেন বলে জানিয়েছেন গুলতেকিন। ২০১৯ সালের ১৪ নভেম্বর তাদের বিয়ের খবর প্রকাশ হয় বিভিন্ন সংবাদ মাধ্যমে।

পরিবারের সম্মতিতেই এই বিয়ে করেন বলে জানান তিনি। সম্প্রতি ঢাকাতেই ঘরোয়া পরিবেশে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এই নতুন দম্পতি। বিয়ে করলেও একই ছাদের নিচে থাকছেন না তারা। এবিষয়ে গুলতেকিন  বলেন, সবে মাত্র আকদ হয়েছে তাদের। একটা অনুষ্ঠান করে তারপর একসাথে থাকতে শুরু করবেন তারা।

এদিকে গুলতেকিন পতি  কবি আফতাব আহমদ বলেন, তাদের দুজনেরই পরিবার আছে। পরিবারটা তাই নতুন নয়; বরং এক্সটেনডেড হয়েছে। সবাইকে নিয়ে অনুষ্ঠান করেই নতুন পথচলা শুরু করবেন তারা।

আনন্দবাজার/ তাঅ 

সংবাদটি শেয়ার করুন