ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতের বিপক্ষে ১০ উইকেটের জয় অস্ট্রেলিয়ার

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে গত মঙ্গলবার শুরুতে ব্যাটিং করতে নেমে  ২৫৫ রানেই অল আউট হয়ে যায় ভারত। ব্যাটসম্যানদের ব্যর্থতায় তাদের এই পরাজয়। ওয়ানডেতে ভারতের বিপক্ষে এটাই প্রথম ১০ উইকেটের জয় অজিদের।

১১০ রান নিয়ে অপরাজিত থাকেন অধিনায়ক ফিঞ্চ ও ১১২ বলে ১৭টি চার ও ৩ ছক্কায় ১২৮ রানে অপরাজিত থাকেন ওয়ার্নার । ওয়ানডেতে অবিচ্ছিন্ন এই জুটির ২৫৮ রানেই জয় পায় অজিরা। উইকেট না হারিয়েই ৭৪ বল হাতে রেখেই এই  জয় পায় অস্ট্রেলিয়া।

অপরদিকে  শুরুতেই ব্যাট করতে নেমে  ব্যর্থতায় দুমড়ে মুচরে যান ভারতের রোহিত শর্মাদের (১০), বিরাট কোহলিরা (১৬)। শিখর ধাওয়ান দলের হয়ে সর্বোচ্চ ৭৪ রান পান। ঋষভ পন্থ (২৮),রবীন্দ্র জাদেজার (২৫) এবং ৪৭ রান করেন লোকেশ রাহুল। অপরদিকে অস্ট্রেলিয়ার বাঁহাতি ফাস্ট বোলার মিচেল স্টার্ক বল হাতে ৩ উইকেট নিয়ে নেতৃত্ব দিয়েছেন  দলকে।

টুর্নামেন্টে ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার এবং ৩ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছেন অস্ট্রেলিয়া।

আনন্দবাজার/এইচ.এস.কে 

সংবাদটি শেয়ার করুন