ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

নোয়াখালীতে মাতৃভাষা দিবসে বিনামূল্যে সেবা পেলো ১৫’শ রোগি

নোয়াখালীতে মাতৃভাষা দিবসে বিনামূল্যে সেবা পেলো ১৫’শ রোগি

মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও জাতীয় শহীদ দিবস উপলক্ষে নোয়াখালীতে গরীব, অসহায় রোগিদের জন্য দিনব্যাপী মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এ ক্যাম্পে চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ পেয়েছেন প্রায় এক হাজার পাঁচশত রোগি। দিনব্যাপী চলা এ ক্যাম্পে ১৫জন বিশেষজ্ঞ চিকিৎসক, ২২জন চিকিৎসক সহকারি-নার্স ও ২০জন সেচ্ছাসেবী অংশগ্রহণ করেন।

বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেলে পর্যন্ত বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামের দারুল উলুম আজিজুল ইসলাম রহমানিয়া মাদ্রাসা প্রাঙ্গনে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

বিনামূল্যে গ্রামের গরীব, অসহায় রোগিদের সেবা দিতে এ ক্যাম্পের আয়োজন করে ফ্যাশন এশিয়া ঢাকা এবং সার্বিক সহযোগিতা করে নোয়াখালী ডায়বেটিক সমিতি ও এফপিএবি নোয়াখালী শাখা।

আয়োজকরা জানান, গত তিন বছর ধরে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমরা এ ফ্রি মেডিকেল ক্যাম্প করে আসছি। এখানে অর্থোপেডিক্স, ডেন্টাল, চক্ষু, শিশু, চর্ম-যৌন ও গাইনি বিশেষজ্ঞ চিকিৎসকরা সেবা প্রদান করছেন। সেবা নেওয়া রোগিদের ফ্রি চিকিৎসার সাথে সাথে এক মাসের জন্য বিনামূল্যে ওষুধ প্রদান করা হচ্ছে। আগামিতেও সাধারণ মানুষের সেবার কথা মাথায় রেখে আমাদের এ কার্যক্রম চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন