ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘অঙ্গন’ এর ৩৪ তম বর্ষপূর্তি উদযাপন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘অঙ্গন’ এর ৩৪ তম বর্ষপূর্তি উদযাপন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সাংস্কৃতিক প্রাঙ্গনে ‘অঙ্গন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’ এক উজ্জ্বল নক্ষত্র। ‘সুস্থ সংস্কৃতি হোক মানবিক সমাজ গঠনের হাতিয়ার’ এই প্রত্যয়কে সামনে রেখে চবির ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ‘অঙ্গন’ এর ৩৪ বছর পূর্ণ করে ৩৫ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে প্রতিবছরের মতো এবারও অঙ্গনের বর্ষপূর্তি উৎসব আয়োজন করা হয়েছে।

বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে রবিবার (১৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত মঞ্চে আয়োজন করা হয় ৩৪ তম বর্ষপূর্তি আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা। এদিন সকাল ১১ টায় আনন্দ র‍্যালির মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। যেখানে অঙ্গনের সদস্যসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। অনুষ্ঠানে অতিথিবৃন্দের আসন অলংকৃত করেছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর মাননীয় উপ-উপাচার্য প্রফেসর বেনু কুমার দে, কলা ও মানব বিদ্যা অনুষদের মাননীয় ডিন প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুল হক। অনুষ্ঠানে সভা-প্রধান হিসেবে উপস্থিত ছিলেন ‘অঙ্গন ,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’ এর সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রাহমান নাসির উদ্দিন।

আলোচনা অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন অঙ্গনের সহ-সভাপতি গৌরাঙ্গ চন্দ্র বর্মন। এসময় অঙ্গনের বার্ষিক প্রকাশনী উন্মোচন হয়। অঙ্গনের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম বর্ষব্যাপীর কার্যবিবরণী তুলে ধরেন।

এসময় অঙ্গনের সিনিয়র সদস্য খন্দকার মনিরুল হক, কলা ও মানববিদ্যা অনুষদের সম্মানিত ডিন ড.মোহাম্মদ মাহবুবুল হক, উপ-উপাচার্য প্রফেসর বেনু কুমার দে বক্তব্য রাখেন। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ড.শিরীণ আখতার এবং সর্বশেষে সমাপনী বক্তব্য রাখেন উক্ত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ড.রাহমান নাসির উদ্দীন।

বেলা ১২.৩০ মিনিটে শুরু হওয়া আলোচনা সভায় বক্তারা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক প্রাঙ্গনে অঙ্গনের দীর্ঘ ৩৪ বছরের অগ্রযাত্রার ভূয়সী প্রশংসা করেন। বিশ্ববিদ্যালয়ের সুস্থ সংস্কৃতি চর্চায় অঙ্গনের মতো সাংস্কৃতিক সংগঠনের গুরুত্ব তুলে ধরে ভবিষ্যতে অঙ্গনের সমৃদ্ধির এ অগ্রযাত্রা অব্যাহত থাকার আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে ছিল অঙ্গন ক্যাম্পাস শাখার ও সিনিয়র সদস্যদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।

এতে বিশেষ আকর্ষণ হিসেবে ছিল অঙ্গন নাটক বিভাগের পরিবেশনায় ড. রাহমান নাসির উদ্দিন স্যারের রচনা ও পরিচালনায় মঞ্চ নাটক ‘না-মরদের কাব্য’ এবং আবৃত্তি বিভাগের প্রযোজনায় মৈমনসিংহ-গীতিকা অবলম্বনে রুপকথা ‘কাজলরেখা’।

এছাড়াও সংগীত ও নৃত্য বিভাগের পরিবেশনায় ছিল দেশাত্মবোধক ও আঞ্চলিকসহ নানা রকমের একক, দলীয় সংগীত ও নৃত্য। সর্বশেষ পর্বে ছিল সিনিয়র সদস্যবৃন্দের পরিবেশনা। এর মধ্যে দিয়ে শেষ হয় অঙ্গনের ৩৪তম বর্ষপূর্তি অনুষ্ঠান।

উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন হলো অঙ্গন। যা ১৯৯০ সালের ১৪ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের একদল সংস্কৃতিপ্রেমী তরুণ শিক্ষার্থীদের হাত ধরে এই সংগঠনের পথ চলা শুরু। যা একটি অরাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন। অঙ্গন মূলত কাজ করে নাচ, গান, আবৃত্তি, নাটক, শিক্ষা ও গবেষণা নিয়ে। দেশীয় সংস্কৃতিকে সবার মাঝে ছড়িয়ে দিতে কাজ করছে চবির এই ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন অঙ্গন।

সংবাদটি শেয়ার করুন