ঢাকা | বুধবার
৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

৪৬তম বিসিএস প্রিলি পরীক্ষা ২৬ এপ্রিল

৪৬তম বিসিএস প্রিলি পরীক্ষা ২৬ এপ্রিল

৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৬ এপ্রিল।

রোববার (১৮ ফেব্রুয়ারি) বিশেষ এক সভা শেষে এই সিদ্ধান্ত নেয় সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

সরকারি কর্ম কমিশনের এক সদস্য গণমাধ্যমে বলেন, ৯ মার্চ পরীক্ষা হওয়ার কথা ছিল। নির্বাচনের কারণে পেছানো হয়েছে। পরীক্ষা আগামী ২৬ এপ্রিল হবে।

এ কর্মকর্তা আরও বলেন, এই পরীক্ষা পেছানোতে যে ক্ষতি হয়েছে, তা পুষিয়ে নিতে দ্রুত সময়ে ফল প্রকাশ ও লিখিত পরীক্ষা নেওয়ার পরিকল্পনাও করা হয়েছে সভায়।

প্রসঙ্গত, আগামী ৯ মার্চ ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নেওয়ার দিন নির্ধারণ করা হয়েছিল। পিএসসি এ বিষয়ে পরীক্ষার তারিখ জানিয়ে বিজ্ঞপ্তিও প্রকাশ করেছিল। তবে সিটি করপোরেশন নির্বাচনের কারণে পরীক্ষার তারিখ পরিবর্তন হয়।

৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন